গম ও ভুট্টা চাষ বাড়াতে ঋণ দেওয়া সংক্রান্ত চুক্তি সই

দেশের খাদ্যের চাহিদা পূরণে গম ও ভুট্টার উৎপাদন বাড়াতে এক হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই স্কিমের আওতায় ঋণ বিতরণ ও পুনঃঅর্থায়ন গ্রহণে ইচ্ছুক ব্যাংকগুলো রবিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করে।

অংশগ্রহণ চুক্তিতে স্ব-স্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ স্বাক্ষর করেন।  এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান, সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও জেনারেল ম্যানেজার মো. নূরুন নবী, বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের উপ-পরিচালক মার্জিয়া আক্তার ও যুগ্ম পরিচালক মো. হাসান চিশতী।

গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধিতে এক হাজার কোটি টাকার এই পুনঃঅর্থায়ন স্কিম বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দেবে। অংশগ্রহণ চুক্তি সম্পাদনকারী ব্যাংকসমূহের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে এবং তফসিলি ব্যাংকসমূহ কৃষকদের মাঝে বিতরণ করবে। এছাড়া এ স্কিমের তহবিল গম ও ভুট্টা চাষের উপযোগী অঞ্চলসমূহে বিতরণে অগ্রাধিকার দেওয়া হবে।