ডরিন পাওয়ারের আইপিও স্থগিতের নির্দেশ

ডরিন পাওয়ারডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের আবেদন (আইপিও) স্থগিত করার নির্দেশ দিয়েছেন আদালত। হাইকোর্টের এনএক্স ভবনের ১৪নং কোর্টে মামলার শুনানিতে আগামী ৬ মাসের জন্য আইপিও স্থগিত করার আদেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী এবং মো. খশরুজ জামানের বেঞ্চ মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী তৌফিকুল ইসলাম জানান, ডরিন পাওয়ার কোম্পানিটি বিপুল পরিমাণ ঋণে জর্জরিত, কোনও পাবলিকের টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে পারেন না, তার ওপর অতিরিক্ত প্রিমিয়াম নিচ্ছে। তাই বিনিয়োগকারীদের স্বার্থে ও পুঁজিবাজারের উন্নয়নে ডরিন পাওয়ারের আইপিও কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত।
গত ৪ ফেব্রুয়ারি কোম্পানির আইপিও কার্যক্রম স্থগিত করতে হাইকোর্টে রিট করেন এক বিনিয়োগরীরা।
আইপিও স্থগিত বিষয়ে ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের কেম্পানি সেক্রেটারি মাসুদুর রহমান ভুঁইয়া টেলিফোনে বলেন, আদালতের নির্দেশনা সম্পর্কে এখন পর্যন্ত আমি কিছু জানি না।

/এএইচ/