টিসিবির জন্য সাড়ে ১২ হাজার টন চিনি কিনছে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর জন্য সাড়ে ১২ হাজার টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য সরকারের মোট ব্যয় হবে প্রায় ৬৬ কোটি টাকা। আমদানি করা প্রতি টন চিনির দাম পড়বে ৫২৪ ডলার। জেএমআই নামের দেশীয় প্রতিষ্ঠান ব্রাজিল থেকে এই চিনি আমদানি করবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান ভার্চুয়ালি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

উল্লেখ্য, টিসিবি দেশের এক কোটি পরিবারের কাছে এই চিনি ৫৫ টাকায় বিক্রি করছে। বর্তমানে দেশে বার্ষিক চিনির চাহিদা ১৮ থেকে ২০ লাখ টন। দেশীয় ১৫টি চিনিকল বছরে মাত্র এক থেকে দেড় লাখ টন চিনি উৎপাদন করে। বাকি চিনি আমদানি করেই চাহিদা মেটাতে হয়।