ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন কর‌লেন বাণিজ্যমন্ত্রী

রমজান মাসে ভতুর্কি মূল্যে পণ্য বিক্রি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রবিবার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে পবিত্র রমজান উপলক্ষে দেশবন্ধু গ্রুপের পক্ষ থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধনে এ আহ্বান জানান তিনি। 

পরে গ্রুপটির উদ্যোগে, ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়। যেখানে চিনি প্রতি কেজি ৯০ টাকা এবং চাল প্রতি কেজি ৪৫ টাকায় বিক্রি করা হয়।

এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘দেশ বন্ধু গ্রুপ ভর্তুকি মূল্যে পণ্য দিচ্ছে। এটাকে আমি সাধুবাদ জানাই। দেশবন্ধু গ্রুপের মতো আরও অনেক শিল্প গোষ্ঠী আছে, যারা ভর্তুকি মূল্যে গরিব অসহায় মেহনতি মানুষের নিকট পণ্য সরবরাহ করতে পারে। আমি এই কার্যক্রম আরও বৃদ্ধি করার জন্য আহ্বান জানাচ্ছি।’

পরে তিনি গ্রুপটির পক্ষ থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ করে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় দেশ বন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত মানুষের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ করতে পেরে। আমরা আমাদের এই কর্মসূচি ভবিষ্যতেও চালু রাখবো।’ পরে তিনি বাণিজ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ কার্যক্রম শুরু করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালক (ডিজি) সফিকুজ্জামান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, দেশবন্ধু গ্রুপের সিইও মো. ইদ্রিসুর রহমান প্রমুখ।