‘পোশাকশ্রমিকদের বেসিকের পরিমাণ বাড়ানো হয়েছে’

পোশাকশ্রমিকদের শুধু বেতনই নয়, বেসিকের পরিমাণও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ন্যাশনাল ট্যারিফ পলিসি মনিটরিং ও রিভিউ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, সাড়ে ১২ হাজার টাকা বেতনের সঙ্গে দিনে যদি দুই ঘণ্টা ওভার টাইম করে, একটা হাজিরা বোনাসও পায় তারা, কাজেই যারা সাড়ে ১২ হাজার টাকা বেতন পাবেন, তারা কিন্তু সব মিলিয়ে ১৬ থেকে ১৭ হাজার টাকা তুলবে। এই কথাটা সাধারণভাবে জানা যায় না। এরপরও সরকারের পক্ষ থেকে  প্রত্যেককে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তাতে তাদের মাসে অন্তত ৫০০ টাকা সাশ্রয়ী সুবিধা হবে।’

বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে যেটা দেওয়া হয়েছে, সেটা ভালো বলে জানিয়ে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘তারপরেও কিছু বাদ থেকে যায়। আমার মনে হয়, বেশিরভাগ মানুষই সেটা মেনে নেবেন।’