ডিসেম্বরে রিজার্ভে যুক্ত হচ্ছে ১.৩১ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বিভিন্ন উৎস থেকে চলতি ডিসেম্বর মাসে ১.৩১ বিলিয়ন ডলার ঋণ সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশ। বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শুক্রবারের (১৫ ডিসেম্বর) মধ্যে আইএমএফ থেকে ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮৯ মিলিয়ন ডলার পাবো। এডিবি থেকেও ৪০০ মিলিয়ন ডলার এ মাসেই পাওয়া যাবে। এছাড়া, ৯০ মিলিয়ন পাওয়া যাবে সাউথ কোরিয়া থেকে। এর বাইরে অন্যান্য উৎস থেকে ১৩০ মিলিয়ন ডলার পাওয়া যাবে।’

মেজবাউল হক বলেন, ‘বর্তমানে আমাদের রিজার্ভ বিপিএম-৬ অনুযায়ী ১৯ বিলিয়নের মতো। এসব ঋণ সুবিধা পাওয়ার পর আমাদের রিজার্ভ বাড়বে। তবে এ মাসে বড় পরিমাণে ডলার খরচ হবে আকু (এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন) বিল পরিশোধ বাবদ। সেখানে রিজার্ভ থেকে খরচ হবে এক বিলিয়নের মতো।

আইএমএফ চলতি বছরের জানুয়ারিতে মোট ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে। অর্থনীতির সংকট মোকাবিলায় এ ঋণ দেওয়া হয়। ঋণ অনুমোদনের পরপরই প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার ছাড় দেয় সংস্থাটি। আগামী ২০২৬ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে সাত কিস্তিতে পুরো অর্থ দেওয়ার কথা রয়েছে। ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের জন্য গত জুনভিত্তিক বিভিন্ন সূচকে শর্ত পালনের অগ্রগতি দেখতে ৪ অক্টোবর আইএমএফের একটি মিশন ঢাকায় আসে। মিশনের নেতৃত্ব দেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দ। প্রতিনিধি দলটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং দফতরের সঙ্গে টানা ১৬ দিন বৈঠক করে।