লোডশেডিংয়ের কবলে ঢাকার একাংশ



লোডশেডিংঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)-এর মগবাজার সাবস্টেশন ট্রিপ (বিকল) করায় রবিবার (১৫ জুলাই) বিকেল থেকে রাজধানীর মগবাজার, কাওরান বাজার, হাতিরপুল, শাহবাগের আশেপাশের এলাকা ২০ মিনিটের জন্য একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখনও ওই এলাকায় লোডশেডিং চলছে। মেরামত শেষে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে ডিপিডিসি।
ডিপিডিসির নির্বাহী পরিচালক প্রকৌশলী রমিজ উদ্দিন সরকার বলেন, ‘রামপুরার আফতাব নগর সাবস্টেশন থেকে আসা বিদ্যুতের লাইনে সমস্যার কারণে রবিবার বিকেল ৫টা ১০ মিনিটে মগবাজার সাবস্টেশনের সার্কিট ১ ও ২ ট্রিপ করে। মেরামত শেষে বিকেল সাড়ে ৫টায় আবার লাইনটি চালু করা হয়। বিকাল ৫টা ১০ থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত ২০ মিনিট মগবাজার সাবস্টেশন সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ ছিল না। বিকাল ৫টা ৩০ মিনিটে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিকেল ৫টা ৫৭ মিনিটে আবার সার্কিট-২ ট্রিপ করে। ’