সামিটের আরও একটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

গাজীপুরে সামিটের এই বিদ্যুৎ কেন্দ্রটিতে উৎপাদন শুরু হয়েছে

সামিট পাওয়ারের আরও একটি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। হেভি ফুয়েল ওয়েল (এইচএফও) জ্বালানিনির্ভর ১৪৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ কেন্দ্র সম্প্রতি উৎপাদনে গেছে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামিট গাজীপুর-১ পাওয়ার লিমিটেড (এইস এলাইয়েন্স পাওয়ার লিমিটেড নামেও পরিচিত) বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎবিভাগের বেঁধে দেওয়া সময়ে সফলভাবে উৎপাদন শুরু করেছে। এ নিয়ে সামিটের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা একহাজার ৯৪১ মেগাওয়াটে এসে দাঁড়ালো।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ, ডিএসই এবং সিএসই-এর তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড (৬৪ শতাংশ) এবং সামিট করপোরেশন লিমিটেডের (৩৬ শতাংশ) একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হলো সামিট গাজীপুর-১ পাওয়ার লিমিটেড। ২০১৭ সালের ১২ এপ্রিল বাংলাদেশ সরকারের সঙ্গে এ প্রকল্পের অধীনে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) এবং বাস্তবায়ন চুক্তি (আইএ) করা হয়, যার মেয়াদ ১৫ বছর।