মগবাজার সাবস্টেশনের পরিস্থিতি স্বাভাবিক

 বিদ্যুৎমগবাজার সাবস্টেশনের ত্রুটি সারিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)।  রবিবার (১৫ জুলাই) ডিপিডিসির নির্বাহী পরিচালক (প্রকৌশল) রমিজ উদ্দিন সরকার বলেন,  ‘এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা দুই সার্কিট চালু করার নির্দেশ দিয়েছি। এখন আর লোডশেডিং নেই।’

তিনি আরও জানান, রবিবার বিশ্ব কাপের ফাইনাল খেলার জন্য সাধারণ মানুষ বিদ্যুতের খবর নিয়েছেন বারবার। পরিস্থিতি স্বাভাবিক করতে বিতরণ কোম্পানির কর্মীরা তাৎক্ষনিক পদক্ষেপ নেওয়াতে তিন ঘণ্টায় পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ডিপিডিসি জানিয়েছে,  রামপুরার আফতাব নগর সাবস্টেশন থেকে আসা বিদ্যুতের লাইনে সমস্যার কারণে রবিবার বিকাল ৫টা ১০ মিনিটে এ মগবজার সাবস্টেশনের সার্কিট ১ ও ২ ট্রিপ করে। সংস্কার শেষে বিকাল সাড়ে ৫টায় আবার লাইনটি চালু করা হয়। ফলে মগবাজার সাবস্টেশন সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ ছিল না। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিকাল ৬টার দিকে আবার সার্কিট-২ ট্রিপ করে। সংস্কার শেষে রাত ৮টার দিকে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।