হবিগঞ্জের পরিত্যক্ত কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু

c6c5223ad5e2eee2d3ebb42ff6d32295-5b575f7b66ea4হবিগঞ্জে পরিত্যক্ত শাহজিবাজার গ্যাসক্ষেত্রের ১ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। রবিবার (৫ আগস্ট) পরীক্ষামূলকভাবে সেখান থেকে জাতীয় গ্রিডে ১৬ মিলিয়ন করে গ্যাস সরবরাহ শুরু করা হয়।
গত ২৪ জুলাই এই কূপ থেকে ওয়ার্কওভার করে নতুন করে গ্যাসের সন্ধান পায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ওইদিন মঙ্গলবার এই কূপে গ্যাস থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। এই কূপ থেকে প্রতিদিন ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে তখন জানানো হয়।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক একেএম রুহুল ইসলাম চৌধুরী বলেন, ‘এটি অনেক পুরনো কূপ। বিশেষ কারিগরি কমিটির মাধ্যমে এই কূপটিতে নতুন করে খনন কাজ করা হয়েছে। বাংলাদেশের এখন যে গ্যাসের চাহিদা তাতে এই গ্যাস গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্ট রাত ১১টার দিকে এই কূপ থেকে প্রাথমিকভাবে ১৬ মিলিয়ন ঘনফুট করে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা শুরু হলেও আগামীতে এই কূপ থেকে ২৫ মিলিয়ন গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।’
জানা যায়, গত ১৫ মে এই কূপে ওয়ার্কওভারের কাজ শুরু করে বাপেক্সের কারিগরি দল। দুই মাস ধরে ওয়ার্ক ওভার কাজ শেষে ২৪ জুলাই কূপের বেশ নিচের স্তরে নতুন করে গ্যাসের সন্ধান পায় বাপেক্স।
জানা যায়, ১৯৬৩ সালে হবিগঞ্জের শাহজিবাজার গ্যাসক্ষেত্রের ১ নম্বর কূপ থেকে গ্যাস সরবারাহ শুরু হয়েছিল। ২০১২ সালে এ কূপ থেকে গ্যাসের পরিবর্তে পানি আসতে শুরু করে। এরপর কূপটি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে নতুন গ্যাসের মজুদ অনুসন্ধান করতে বাপেক্স শাহজিবাজার এবং সিলেটের কৈলাসটিলা গ্যাসক্ষেত্রের পরিত্যক্ত কূপে ওয়ার্ক ওভার কাজ শুরুর উদ্যোগ নেয়।