পাইপলাইন মেরামতের কাজ শেষ, গ্যাস সরবরাহ শুরু

গ্যাসপাইপ লাইনে ত্রুটির কারণে রাজধানীর একাংশে শনিবার সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। রবিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত কাজ করে ত্রুটি সারিয়েছে জিটিসিএল। এর পরপরই গ্যাস সরবরাহ শুরু করেছে তিতাস গ্যাস। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।

জিটিসিএল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালের দিকে সাভারের আশুলিয়াতে সিটি গেট স্টেশনে (সিজিএস) পাইপ লাইন ফেটে যায়। সঙ্গে সঙ্গে গ্যাসের চাপ কমিয়ে দেওয়া হয়। দুর্ঘটনা এড়াতে রাতে লাইন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এতে শনিবার সকাল থেকে আশুলিয়া, আমিনবাজার, সাভার, উত্তরা, গাবতলী, মিরপুর, মোহম্মদপুর, ধানমন্ডিসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ ছিল না। দুপুরের পরে কিছু কিছু এলাকায় বিকল্প উপায়ে গ্যাস সরবরাহ করা হয়। তবে তা ছিল চাহিদার তুলনায় খুব কম। সারাদিন গ্যাস না থাকায় ভোগান্তির শিকার হতে হয়েছে গ্রাহকদের।     

তিতাস গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল জানান, রবিবার সকালে মেরামত কাজ শেষ হয়েছে। সকাল ৮টার পর থেকে পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। দুপুরের আগেই সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।     

এর আগে তিতাস জানিয়েছিল,শুক্রবার রাত ৮টার দিকে তারা আশুলিয়া পাইপ লাইন ফেটে যাওয়ার খবর পায়। শনিবার সকাল ৯টার দিকে জিটিসিএল-এর পাইপ লাইন মেরামত করতে যায়। শনিবার দুপুর ১২ থেকে পাইপ লাইন মেরামতের কাজ শুরু করে জিটিসিএল। তিতাস মেরামতের কাজ নিয়মিত তদারকি করেছে। গ্যাস থাকবে না এই খবর আগে জানানো হলো সাধারণ মানুষ প্রস্তুতি নিতে পারতো। এতে সারা দিন তাদের বিপত্তিতে পড়তো না।