সামিটের এলএনজি সরবরাহ শুরু






সামিটের এলএনজিবাহী জাহাজসামিটের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) থেকে চট্টগ্রামের মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু করা হয়। যদিও বিকাল থেকেই টার্মিনালটি পরীক্ষামূলকভাবে গ্যাস দিচ্ছিল গ্রিডে। এর মধ্য দিয়ে দেশে এলএনজি সরবরাহ ক্ষমতা এক হাজার মিলিয়ন ঘনফুটে উন্নীত হলো।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির ( আরপিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান জানান, বেলা সাড়ে ৩টা থেকে এলএনজি টার্মিনালটি গ্যাস সরবরাহ শুরু করেছে। এর আগে তিনি এ বিষয়ে একটি ফেসবুক পোস্ট দেন। যেখানে তিনি দ্বিতীয় টার্মিনালটির গ্যাস সরবরাহের খবর জানান।

সামিট গ্রুপের পক্ষ থেকে রাত সোয়া ১০টার দিকে জানানো হয়, তাদের টার্মিনালটি রাত ১০টা থেকে এলএনজি সরবরাহ শুরু করেছে। এর আগে সন্ধ্যায় এই প্রতিবেদককে জানান, টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ শুরু করা হয়েছে। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য কিছু সময় তারা অপেক্ষা করতে চান।

গত ২০ এপ্রিল সামিট গ্রুপের মালিকানাধীন এলএনজি টার্মিনালটি দেশে এসে পৌঁছায়। সামিট বলছে, গত ৬ এপ্রিল কাতার থেকে সামিট এলএনজির রিগ্যাসিফিকেশন ইউনিটটি (এফএসআরইউ) বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। টার্মিনালটি প্রথম ধাপে এক লাখ ৩৭ হাজার ঘনমিটার এলএনজি নিয়ে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালটি ক্ষমতার পূর্ণ মাত্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করছিল। একই সময় এক্সিলারেট এনার্জির অপর টার্মিনালটি ৬০ মিলিয়ন ঘনফুট করে এলএনজি সরবরাহ করছিল।

জানা যায়, পাইপ লাইনের সর্বোচ্চ পরিবহন ক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট হওয়ার কারণে এক্সিলারেট এনার্জির কাছ থেকে কম গ্যাস নেওয়া হচ্ছে। এই সমস্যা দূর হতে আরও অন্তত এক থেকে দেড় মাস অপেক্ষার কথা আগে থেকেই জানাচ্ছে গ্যাস সঞ্চালন কোম্পানি জিটিসিএল।