বিদ্যুতের দাম বৃদ্ধি নয়, কমাতে হবে

সিপিবি ও বাসদের বিক্ষোভ সমাবেশবিদ্যুতের দাম বাড়ানো নিয়ে  প্রহসনের গণশুনানি অবিলম্বে বন্ধ করতে হবে। সরকার তার দুর্নীতি জনগণের ঘাড়ে চাপাতে চাইছে। জনগণ এই অন্যায় মানবে না। বিদ্যুতের দাম বৃদ্ধি নয়, দাম কমাতে হবে সরকারকে।বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে সিপিবি ও বাসদের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলা হয়।

এদিকে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর টিসিবি অডিটোরিয়ামে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রস্তাবিত বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে শুনানি চলছে।  আর বাইরে সিপিবি ও বাসদ শুনানির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহ আলম। সঞ্চালনা করেন সিপিবির কেন্দ্রীয় সদস্য সাজ্জাদ জহির চন্দন।

বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ)কেন্দ্রীয় সদস্য বজলুর রশিদ ফিরোজ,  বাসদের ঢাকা নগরের খালেকুজ্জামান লিপন, আহসান হাবিব বুলবুল,  সিপিবির সাজ্জাদ হোসেন রুবেল, হাসান আরিফ।

বক্তারা বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির এই অপচেষ্টা রুখে দাঁড়াতে হবে। জ্বালানি খাতের দায়মুক্তির আইন বাতিল করতে হবে। সরকারের দুর্নীতি, লুটপাট এবং ভুল নীতির দায় জনগণ নেবে না। তারা বলেন, বিতরণ কোম্পানিগুলো সব লাভজনক প্রতিষ্ঠান। এদের দাম বাড়িয়ে জনগণের ভোগান্তি বাড়ানো চলবে না।  লাভজনক প্রতিষ্ঠানের আরও লাভের জন্য বিদ্যুতের দাম না বাড়িয়ে তাদের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। একের পর এক প্রকল্প হাতে নিচ্ছে। বিপুল অর্থ ব্যয় হচ্ছে। এই প্রকল্পের দায় কেন জনগণ নেবে।