ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশের এলাকায় ৮ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

গ্যাসআজ মঙ্গলবার (২৩ জুন) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশের এলাকা ধনুয়া থেকে ভালুকা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই এলাকার ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
সোমবার (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের ডোবালিয়া পাড়ায় অবস্থিত মেসার্স পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেডে গ্যাস সরবরাহের জন্য নতুন পাইপ লাইন করা হয়েছে। এই লাইনের সঙ্গে বিদ্যমান পাইপলাইনের সংযোগ স্থাপন করা হবে। এজন্য আগামীকাল ২৩ জুন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এই সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে ধনুয়া থেকে ভালুকা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন, ক্যাপটিভ পাওয়ার, শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এ অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।