অতিরিক্ত বিলে দুঃখ প্রকাশ আরইবি চেয়ারম্যানের

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

অতিরিক্ত বিদ্যুৎ বিলের জন্য গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষুদে বার্তা পাঠিয়েছেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন। রবিবার (২৮ জুন) পাঠানো ক্ষুদে বার্তায় চেয়ারম্যান বলেন, গড় বিল করতে গিয়ে অতিরিক্ত হওয়াতে আমি দুঃখিত।
চেয়ারম্যান ক্ষুদে বার্তায় বলেন, করোনার কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে ঘরে ঘরে গিয়ে মার্চ ও এপ্রিল মাসে প্রকৃত রিডিং গ্রহণ করা সম্ভব না হওয়ায় গড় বিল করার নির্দেশ ছিল। কিন্তু কোনও কোনও ক্ষেত্রে অতিরিক্ত বিল করার অভিযোগ রয়েছে, যা আমলে নিয়ে ৩০ জুনের মধ্যে সমন্বয়ের নির্দেশ দিয়েছি এবং এ ব্যাপারে তদন্ত চলছে। দোষীদের শাস্তি দেব। ৩০ জুনের মধ্যে বিলম্ব মাশুল ব্যতীত প্রকৃত বিল প্রদানের জন্যও অনুরোধ জানান তিনি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগের এক বৈঠকে গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়। সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি গ্রাহককে বিদ্যুৎ বিতরণ করে আরইবি। দেশের পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর অধীনে দুই কোটি ৫১ লাখ ৬৮ হাজার আবাসিক সংযোগ রয়েছে।