রেকর্ড ১৩ হাজার ৩৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

বিদ্যুৎ উৎপাদনে আবারও নতুন রেকর্ড হয়েছে। সোমবার (১২ এপ্রিল) রাত ৯টায় দেশে ১৩ হাজার ৩৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে; যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। ​বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এ তথ্য জানান।

সাইফুল হাসান চৌধুরী বলেন, ‘আজ সোমবার রাত ৯টায় সারাদেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৩ হাজার ৩৭৭ মেগাওয়াট। আমরা উৎপাদনও করেছি ১৩ হাজার ৩৭৭ মেগাওয়াট। এই মুহূর্তে ১৪ হাজার মেগাওয়াট পর্যন্ত উৎপাদন করতে পারবো। সোমবার রাত ৯টায় এই রেকর্ড হয়। ওই সময় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং ছিল না।’

এর আগে শনিবার (১০ এপ্রিল)  দেশে ১৩ হাজার ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। তার আগে  ৩ এপ্রিল রাত ৯টায় ১৩ হাজার ১৮ মেগাওয়াট এবং ১ এপ্রিলে ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।