‘অবৈধ গ্যাস সংযোগ কাটা নিয়ে ইঁদুর বিড়াল খেলা চলছে’

তিতাস গ্যস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লা বলেছেন, ‘তিতাসের অধীন এলাকা অনেক বড়। এত বড় এলাকায় গ্যাসের পাইপলাইন পাহারা দেওয়াটা কঠিন। একদিকে আমরা অবৈধ লাইন কেটে আসি, আরেকদিকে আবার লাগিয়ে দেওয়া হয়। এক ধরনের ইঁদুর বিড়াল খেলা চলছে। এ জন্য আমরা সবার সহযোগিতা চাচ্ছি।’

বুধবার (২৩ মার্চ) রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে তিতাস গ্যস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রস্তাবিত গ্যাসের দামের ওপর গণশুনানি করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শুনানিতে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক এসব কথা বলেন।

এ সময় কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, বজলুর রহমান, মোহাম্মদ আবু ফারুক উপস্থিত ছিলেন।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লাহ বলেন, ‘হাজার হাজার-লাখ লাখ অবৈধ লাইন। এই লাইন পাহারা দেওয়া আমাদের পক্ষে সম্ভব কিনা। একদিকে চুরি হয়ে যাচ্ছে, অন্যদিকে গ্যাসের চাহিদা আমরা পূরণ করতে পারছি না। এ জন্য এই অবৈধ সংযোগের বিষয়ে সবার সহযোগিতা চাই।’

তিনি বলেন, ‘কেউ কেউ বলে তিতাসের সবাই খারাপ। আসলে সব খারাপ না। হয়তো ১০ ভাগ খারাপ। আর সব তো ভালো। সবাই সহযোগিতা করলে কোনোকিছু অসম্ভব নয়।’

হারুনুর রশীদ আরও জানান, গত ডিসেম্বর মাসে ২৩ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একইভাবে জানুয়ারিতে ১৮ হাজার, ফেব্রুয়ারিতে ৩৩ হাজার এবং মার্চে ২৫ হাজার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

চুরি ঠেকাতে আমরা প্রিপেইড মিটার স্থাপনের কাজও করে যাচ্ছি। এদিকে বকেয়া গ্যাসের বিল পড়ে আছে, মামলার কারণে আটকে আছে আরও টাকা।