জেট ফুয়েল: অভ্যন্তরীণে দাম বেড়েছে, কমেছে আন্তর্জাতিকে

অভ্যন্তরীণ গন্তব্যের জন্য উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম ৫ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। পাশাপাশি আন্তর্জাতিক গন্তব্যের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯ সেন্ট কমিয়ে করা হয়েছে ১ ডলার।

সবশেষ সেপ্টেম্বর মাসে জেট ফুয়েলের দাম ১২৫ টাকা প্রতি লিটার নির্ধারণ করা হয়েছিল।

জানা যায়, গত বুধবার নতুন এই দাম কার্যকর হয়। 

গত জুন মাসে ছিল লিটারপ্রতি ১১১ টাকা, জুলাইয়ে বাড়িয়ে তা ১৩০ টাকা করা হয়। পরের মাস আগস্টে কমিয়ে ১২৭ এবং সেপ্টেম্বরে আরও কমিয়ে ১২৫ টাকা করে।

এই দামবৃদ্ধির প্রভাবে উড়োজাহাজের অভ্যন্তরীণ টিকিটের দাম বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ হিসেবে তারা বলছেন, এয়ারলাইন্সের খরচের প্রায় ৬০ থেকে ৭০ ভাগ ধরা হয় বিমানের জ্বালানি খরচ।

প্রসঙ্গত, প্রতি মাসেই বিপিসি আন্তর্জাতিক বাজারের সাথে মিলিয়ে জেট ফুয়েলের দাম সমন্বয় করে থাকে।