সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা প্রকাশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ। এজন্য বিদ্যুৎ বিভাগের আওতাধীন সঞ্চালন ও বিতরণ সংস্থা বা কোম্পানিগুলোতে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল ফোন নম্বর, ই-মেইল ঠিকানা এবং হটলাইন নম্বর সংক্রান্ত বিভিন্ন তথ্যের তালিকা করা হয়েছে।

আজ রবিবার (২৫ জুন) বিদ্যুৎ বিভাগের উপসচিব মাজহারুল ইসলামের সাক্ষরিত এক চিঠিতে এই তালিকা প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, প্রতি বছর দুই ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দিতে এই ধরনের তালিকা করা হয়ে থাকে। এই তালিকা অনুযায়ী গ্রাহকদের বিদ্যুৎ নিয়ে কোনও সমস্যা হলে যোগাযোগ করার কথাও বলা হয়। 

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা