দেড় শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

বকেয়া ও অবৈধ গ্যাস ব্যবহারের কারণে ১৬৮টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। একইসঙ্গে জরিমানা ও বকেয়া বাবদ আদায় করা হয় প্রায় ১৬ লাখ টাকা। 

মঙ্গলবার (২২ আগস্ট) এক অভিযানে এসব সংযোগ বিচ্ছিন্ন করে সংস্থাটি।

তিতাস জানায়, আজ মেট্রো ঢাকা বিপণন ডিভিশন (উত্তর-দক্ষিণ) ও মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশন এবং ভিজিল্যান্স ও জরুরি বিভাগে একটি অভিযান চালানো হয়। এতে সংস্থাটির ৩২টি বিশেষ টিমের মাধ্যমে কামরাঙ্গীরচর এলাকার ওয়ার্ড নং ৫৫ ও ৫৬ এলাকায় যৌথভাবে বিশেষ অভিযান চালানো হয়। 

এই অভিযান পরিচালনাকালে কিছু সংখ্যক গ্রাহক গ্যাস সংযোগ বিচ্ছিন্নতা এড়াতে তৎক্ষণিক বিল পরিশোধ করেন। এ সময় ১৫ লাখ ৭৩ হাজার টাকা বিল পরিশোধ করেন গ্রাহকরা। এদিকে ১৬৮টি সংযোগ বিচ্ছিন্নের মধ্যে বকেয়ার কারণে ৬০টি এবং অবৈধ গ্যাস ব্যবহারের কারণে ১০৮টি অর্থাৎ মোট ১৬৮টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বুধবার (২৩ আগস্ট) ওই এলাকায় একইভাবে অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছে তিতাস।