এলপিজি ও অটোগ্যাসের দাম বেড়েছে

গ্রাহক পর্যায়ে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩৩ টাকা থেকে ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। দাম বেড়েছে অটোগ্যাসেরও।

রবিবার (৪ ফেব্রুয়ারি) এলপিজিতে নতুন এ দামের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর করা হবে।

১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে পাঁচ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ফেব্রুয়ারি মাসে সৌদি এরামকো প্রোপ্রেন ৬৩০ এবং বিউটেন ৬৪০ মার্কিন ডলার হিসাব করে কমিশন এলপিজির দর নির্ধারণ করেছে।

বাংলাদেশে প্রোপেন বিউটেনকে ৩৫:৬৫ অনুপাতে মিশ্রিত করে এলপিজি তৈরি করা হয়।

এর আগে জানুয়ারি মাসে ১২ কেজির দাম ১ হাজার ৪০৪ টাকা থেকে ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

বিইআরসির আদেশে আরও বলা হয়, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির দাম ১১৯ টাকা ০৪ পয়সায় সমন্বয় করা হয়েছে। অটোগ্যাস লিটারপ্রতি ৬৫ টাকা ৭৬ পয়সা থেকে বাড়িয়ে ৬৭ টাকা ৬৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।