ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক সাড়ে ৬ বছরের মধ্যে সর্বনিম্ন

ডিএসই

গত সাড়ে ছয় বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে চলে এসেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক। সোমবার (১৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯৬ দশমিক ৭৫ পয়েন্ট বা চার দশমিক ৯৫ শতাংশ কমেছে। এতে ডিএসই’র সূচক নেমেছে ৩ হাজার ৭৭২ দশমিক ৫৫ পয়েন্টে। তথ্য বলছে, গত ছয় বছর পাঁচ মাসের মধ্যে ডিএসইএক্সের এটাই সর্বনিম্ন অবস্থান। এর আগে ২০১৩ সালের ২০ অক্টোবর সূচক নেমেছিল ছিল ৩ হাজার ৭৭১ দশমিক ৬৮ পয়েন্টে।
গত ৩ দিনে ৪২৩১ পয়েন্ট থেকে ডিএসইএক্স ৪৫৯ পয়েন্ট বা ১২ দশমিক ১৬ শতাংশ কমেছে। সোমবার (১৬ মার্চ) ডিএসইতে ৪০৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৩৩ কোটি টাকা বেশি। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ৩৩৩টির। এছাড়া অপরিবর্তিত রয়েছে ১২টি দাম।
এদিকে পতন অব্যাহত রয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকেরও। এদিন সিএএসপিআই ৫৫০ দশমিক ৩২ পয়েন্ট বা ৪ দশমিক ৪৫ শতাংশ কমে নেমেছে ১১ হাজার ৬০৩ দশমিক ৫৭ পয়েন্টে। সিএসইতে ১৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা কম।
সিএসইতে লেনদেন হওয়া ২৭১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২টির, কমেছে ২৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম।