ডিএসই’র ওয়েবসাইটের অচলাবস্থা অনুসন্ধানে তদন্ত কমিটি

বিএসইসিঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের অচলাবস্থার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের তদন্ত কমিটি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার (২৪ আগস্ট) গঠিত ওই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মুস্তাফিজুর রহমানকে।
কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইসিটি সেলের পরিচালক ড. মুহাম্মদ আসিফ হোসাইন খান, আইআইটি বিভাগের অধ্যাপক ড. শরিফুল ইসলাম, বিএসইসির পরিচালক রাজিব আহমেদ, উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও সহকারী পরিচালক শহিদুল ইসলাম।
আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। কমিটি লেনদেন পদ্ধতিতে ভোগান্তির কারণ অনুসন্ধানের পাশাপাশি শেয়ার বাজারে এর প্রভাব ও দায়ী ব্যক্তিকে শনাক্ত করবে। একইসঙ্গে ভবিষ্যতে এ জাতীয় সমস্যা রোধের উপায় বের করবে।