৩০ শতাংশ শেয়ার ধারণে আরও এক মাস সময় পেলেন পরিচালকরা

বিএসইসিপুঁজি বাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানির পরিচালকরা সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে ব্যর্থ হয়েছেন, তাদের জন্য আরও এক মাস সময় বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাব রুল (২) এবং রুল ৪ মতে, কোম্পানির বিদ্যমান উদ্যোক্তা পরিচালক ও প্রস্তাবিত পরিচালকদের কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে।
এর আগে প্রতিটি কোম্পানির পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে ২৭ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে এ সময় শেষ হওয়ার আগেই বেশ কয়েকটি কোম্পানি সময় বাড়ানোর জন্য আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতে আরও এক মাস সময় বাড়ালো বিএসইসি।
এর আগে গত ২০ সেপ্টেম্বরে দুই শতাংশের কম শেয়ার ধারণ করায় ৯ কোম্পানির ১৭ পরিচালকের পদ শূন্য ঘোষণা করে বিএসইসি। এই ১৭ পরিচালকের পদ ৩০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কোম্পানিকে পূরণ করতে বলা হয়েছে। দুই শতাংশ বা তার বেশি শেয়ার আছে-এমন শেয়ারহোল্ডারদের পরিচালক হিসেবে নিয়োগ দিতে হবে।