পুঁজিবাজারের ‘অস্বাভাবিক ভবিষ্যৎ’ নিয়ে আশাবাদী বিএসইসি কমিশনার

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আমাদের পুঁজিবাজার নিয়ে খুবই আশাবাদী বলে জানিয়েছেন পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ।

রবিবার (১২ ডিসেম্বর) রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) সহযোগিতায় আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কমিশনার বলেন, দেশের বাইরেও আমাদের পুঁজিবাজারকে উপস্থাপন করার প্রয়োজনীয়তা রয়েছে। পুঁজিবাজারের একটি অস্বাভাবিক ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি। আমি ‘অস্বাভাবিক’ কথাটি ইচ্ছে করেই বলেছি।’

‘অস্বাভাবিক ভবিষ্যতের’ ব্যাখ্যায় কমিশনার বলেন, ‘আমাদের এগিয়ে যেতে হলে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণের জন্য বিআইসিএম আছে, বিএএসএম আছে। এ ছাড়া ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন আছে। দুটি স্টক এক্সচেঞ্জ আছে। তাদের ট্রেনিং রিসোর্স পারসন আছে। তাদের দিয়ে আমরা ভালো ভালো কাজ করবো।’

সিএমজেএফ সভাপতি হাসান ইমান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইসিএমর নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তারসহ অন্যান্যরা।