দরপতনেও চাঙা পি কে হালদারের দুই কোম্পানির শেয়ার

ক্রেতার তুলনায় বিক্রেতা বেশি থাকায় সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার (১৬ মে) পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছে। তবে এদিন বিপরীত চিত্র দেখা গেছে আর্থিক খাতের দুই কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং ও এফএএস ফিন্যান্স লিমিটেডের শেয়ার। এই দুটি কোম্পানির মালিকানায় রয়েছেন প্রশান্ত কুমার (পি কে) হালদার। সম্প্রতি তিনি ভারতে গ্রেফতার হন। এই খবরে সংকটে থাকা এই কোম্পানি দুটির শেয়ারের দাম বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তথ্যে মতে, বাজারে ইন্টারন্যাশনাল লিজিং ও এফএএস ফিন্যান্সের শেয়ারের দাম বেড়েছে ৫০ পয়সা করে। অর্থাৎ দুই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে সর্বোচ্চ ১০ শতাংশ। যা সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা ছিল।

এদিন বাজারে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারের দাম ৫০ পয়সা বেড়ে ৬ টাকায় লেনদেন হয়েছে। এই প্রতিষ্ঠানের শেয়ারটির প্রায় সাড়ে ৯ লাখ ও এফএএস ফিন্যান্সের ৪১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। এফএএস এর শেয়ার ৫ টাকা ১০ পয়সা থেকে ৫০ পয়সা বেড়ে ৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

বিনিয়োগকারীদের অনেকেই বলছেন, পি কে হালদারকে দেশে আনার চেষ্টা চলছে। এতেই কোম্পানি দুটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশা জেগেছে। তাদের ধারণা পি কে হালদারকে দেশে আনা হলে কোম্পানির অর্থ ও সম্পদ ফিরিয়ে আনা হবে।

তবে এই খবরটিকে পুঁজি করে হাতে থাকা একটি গ্রুপ শেয়ারের দাম বাড়িয়ে বিক্রি করে দিচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, বেনামে শেয়ার কিনে দেশের চারটি আর্থিক প্রতিষ্ঠান দখলে নেন পি কে হালদার। সেগুলো হলো- ইন্টারন্যাশনাল লিজিং, বিআইএফসি, এফএসএ ফিন্যান্স ও পিপলস লিজিং। এর মধ্যে পিপলস লিজিংয়ের লেনদেন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। অবশ্য বিআইএফসির শেয়ারের দাম সোমবার কমেছে।