রবিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন- দাউদ হোসেন (২৫), সিরাজুল ইসলাম (৪৩), আব্দুল মজিদ (৪৫), সোহেল রানা (২৪), মিনহাজ উদ্দিন (২৫) এবং আনারুল হোসেন (২৭)। আর বাকি দু’জনের পরিচয় পাওয়া যায়নি।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান বলেন, গত শনিবার রাতে ওই গ্রামের সাইদুল ও ইকবাল হোসেন দুই মেম্বর প্রার্থী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর রবিবার সকালে উভয় গ্রুপের সমর্থকরা লাঠি, ঢাল সড়কি, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের ৮ জন আহত হয়।
তিনি আরও বলেন, গ্রামবাসী আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
/এসএনএইচ/