সিরাজগঞ্জে বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

সিরাজগঞ্জে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি পালনসিরাজগঞ্জে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের উৎসব কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে  পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন।
সিরাজগঞ্জে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি পালনআরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) আবু নুর মো. শামসুজ্জামান,  সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিম সরকার হাকিম, এলজিইডির সিনিয়র সহকারি প্রকৌশলী রবিউল ইসলাম, বেলকুচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক আলাউদ্দিন হোসেন, ডিবি পুলিশের ওসি ওহেদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা খ.ম আক্তার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের জেলা শাখার সভাপতি আতাউর রহমান খান বরাত,জুয়েলস অক্সর্ফোড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম জুয়েল,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন-অর-রশিদ খান হাসান, সাবেক সহ-সভাপতি হেলাল আহম্মেদ,সহ-সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, সহ-সভাপতি হীরক গুণ, সাংবাদিক আমিনুল ইসলাম রানা ও সাংবাদিক সুলতানা ইয়াসমিন মিলি, সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. আবুবক্কার সিদ্দিকী, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাসুদুর রহমান, সিভিল সার্জন অফিসের উচ্চমান সহকারী শাহ আলম, সাংবাদিক আব্দুল মজিদ সরকার, আমিনুল ইসলাম, রহমত আলী, মৌলভী নজরুল ইসলাম, আহসান হাবিব মুন্না, দিলিপ গৌড়, রিংকু কুণ্ড, আল-আমিন প্রমুখ।
সিরাজগঞ্জে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি পালনবক্তারা আশা করেন,বাংলা ট্রিবিউন আগামীর পথচলায় আরও বেগবান হবে।পরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।
আরও পড়ুন:
জামায়াত নেতাদের ফাঁসির বিষয়টি জাতিসংঘে তুলবে পাকিস্তান
নতুন উদ্দীপনা নিয়ে আগামীর পথ চলার অঙ্গীকার
অনলাইন পত্রিকা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অবদান রাখছে
/এসএনএইচ/এমএসএম/