মুক্তিপণের দাবিতে অপহৃত যুবক উদ্ধার, আটক ২

Narayanganj_Rabনারায়ণগঞ্জে ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত যুবক মো. রিপনকে উদ্ধার ও অপহরণকারী চক্রের দুইজন সদস্যকে আটক করেছে র‌্যাব-১১ সদস্যরা। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাজীগঞ্জে আই.ই.টি উচ্চ বিদ্যালয়ের সামনে ওই অভিযান চলে।

শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকাতে অবস্থিত র‌্যাব-১১ এর সিপিসি-১ এর কোম্পানি অধিনায়ক এএসপি শাহ্ শিবলী সাদিক ওই অভিযানের খবর জানান।

তিনি জানান, নারায়ণগঞ্জ জেলায় বেশ কিছু দিন ধরে অপহরণকারী দলের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। অপহরণকারী দলের সদস্যরা বিভিন্ন সময়ে শহরের বিভিন্ন স্থান হতে সুকৌশলে বিভিন্ন ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় এবং অপহৃতের পরিবারের কাছে মোটা অংকের টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে।

তিনি জানান, শনিবার দুপুর দেড়টার দিকে ফতুল্লার তল্লা এলাকার মো. উজ্জ্বল জানান, কতিপয় অপহরণকারী চক্রের সদস্যরা তার ছোট ভাই মো. রিপনকে (১৯) গত ২১ জুলাই রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে র‌্যাবের একটি টিম শনিবার বিকেলে অত্যাধুনিক সরঞ্জামাদি ব্যবহারের মাধ্যমে চিরুনী অভিযান পরিচালনা করে ফতুল্লার হাজীগঞ্জ আইইটি স্কুলের সামনে থেকে রিপনকে উদ্ধার করে।

অপহৃত ভিকটিমকে উদ্ধারের সময় অপহরণকারী চক্রের ২ জন  সদস্য আসামী অপু চন্দ্র বর্মন (২১) ও মো. নাদিমকে (১৯) আটক সহ তাদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত ২টি মোবাইল, ১টি বাইসাইকেল, ১টি চাকুও উদ্ধার করা হয়।

/টিএন/আপ-এমপি/