নারী ফুটবলারদের লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ

শেরপুরে জনউদ্যোগের আয়োজনে বিক্ষোভ সমাবেশএএফসি অনুর্ধ্ব-১৬ মহিলা ফুটবলে ইতিহাসগড়া কলসিন্দুরের নারী ফুটবলারদের ভোগান্তি, লাঞ্ছনা ও হয়রানির প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুর জেলা কমিটির আয়োজনে  নিউমার্কেট মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ঘটনায় ফুটবল ফেডারেশনের চরম দায়িত্বহীনতায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।  
শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে  বিক্ষোভ সমাবেশে জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ফখরুল মজিদ খোকন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, মহিলা পরিষদ নেত্রী আঞ্জুমান আরা যুথী, উদীচী সেক্রেটারি আবু হান্নান, শাড়ির সমন্বয়কারী সোলায়মান আহমেদ, ফুটবল কোচ সাধন বসাক, খেলোয়াড় রাজন, সমাজকর্মী শামীম হোসেন, সাংবাদিক হাকিম বাবুল, শরিফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
ইতিহাসগড়া এসব নারী ফুটবলারদের ৯ জনকে লোকাল বাসে করে ময়মনসিংহের কলসিন্দুরে পাঠানো হয়। বাসের ভেতর তারা ভোগান্তি ও হয়রানির শিকার হন। এলাকায় পৌঁছুলে কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের শারীরিক শিক্ষক জোবেদ আলী তাদের লাঞ্ছিত করেন। এমনকি তাসলিমা নামের এক নারী ফুটবলারের বাবাকে মারধর করে আহত করা হয়।
এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলাপাড় শুরু হলে শিক্ষক জোবেদ আলীকে কর্তৃপক্ষ সাময়িকভাবে বরখাস্ত করে। বাফুফের সমালোচনায়ও মুখর হয় মিডিয়াসহ সচেতন নাগরিক সমাজ।
 

 /এমএসএম/