বহুরূপী নাট্য সংস্থায় অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হয়নি কেউ

Mymensingh News & Photo-18.09 (4)ময়মনসিংহে বহুরূপী নাট্য সংস্থায় অগ্নিকাণ্ডের ঘটনার চার দিন পরও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রবিবার বিকেলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ‘আভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে। তারপরও মামলার যথাযথ তদন্ত করা হচ্ছে।’

এদিকে ময়মনসিংহের এ নাট্য সংস্থায় অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানী ঢাকায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।

স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. এ এইচ গোলন্দাজ তারা জানান, ‘আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। যেন দ্রুত দুর্বৃত্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়।’

এছাড়াও এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান সংগঠনের সভাপতি আ ক ম হেলাল উদ্দিন, নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমিন কালাম, বহুরূপী নাট্য সংস্থার সচিব শাহাদৎ হোসেন খান হিলু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, সংস্কৃতিকর্মী ডা. হরি শংকর দাস, এ. এইচ গোলন্দাজ তারা, সারোয়ার জাহান, সাংবাদিক প্রদীপ ভৌমিক প্রমুখ।

সংগঠনের সচিব শাহাদাৎ হোসেন খান হিলু বলেন, ‘বারবার কেন বহুরূপীকে টার্গেট করা হচ্ছে, প্রশাসন যেন দ্রুত তাদের খুঁজে বের করে বিচারের ব্যবস্থা করেন।’

এই ঘটনায় সংগঠনের তথ্য ও গবেষণা সম্পাদক দেলোয়ার হোসেন বাদল গতকাল মঙ্গলবার রাতে মামলা দায়ের করেছেন।

গত মঙ্গলবার বিকেলে বহুরূপী নাট্য সংস্থার কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে টেবিলের ড্রয়ার ও কিছু মূল্যবান কাগজপত্র পুড়ে যায়।

/এসএনএইচ/