মৌলভীবাজারে মহরম পালনের প্রস্তুতি সম্পন্ন

সিলেটসিলেট বিভাগের একমাত্র কুলাউড়া উপজেলার পৃথিমপাশা শিয়া সম্প্রদায়ের বিশাল আয়োজনে মহরমের শোক পালনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রায় ৩শ’ বছরের বেশি সময় ধরে মহরম পালন করে আসছেন পৃথিমপাশা শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। আগামী ১২ অক্টোবর পবিত্র আশুরা।  

পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে নবাব বাড়ির প্রবেশ পথ, ইমাম বাড়ি ও মসজিদ এলাকায় সিসিটিভি স্থাপন করা হয়েছে। মহরমের শোক পালন উপলক্ষে কারবালার স্মৃতিস্মরণ করে মজলিশ, ওয়াজ, দোয়া, নোওহা, জারি, আমল, বিশেষ জিয়ারত, জিঞ্জির-মাতম, শোকের নিশান আলম ও তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। আর পবিত্র মহরমের শোক অনুষ্ঠানসূচি পালিত হবে নবাব বাড়ি, তরপী সাহেব বাড়ি, ছোট সাহেব বাড়ি, বাঘ বাড়ি, মরহুম শাহাদাত হোসেনের বাড়ি, গোলাম হোসেনের বাড়ি, মনরাজ সাহেব বাড়ি, পাল্লাকান্দি সাহেব বাড়িতে।

১২ অক্টোবর বিকেলে নবাব বাড়ি ইমাম বাড়ি থেকে বিশাল তাজিয়া মিছিল সহকারে রবিরবাজার আলী আমজদ স্কুলের সম্মুখে (পদ্মদিঘিরপার) নামক স্থানে গিয়ে মজলিশ, মাতম, দোয়া ও জিয়ারতের মাধ্যমে শোক অনুষ্ঠান শেষ হবে।

নবাব আলী হামিদ খান বাংলা ট্রিবিউনকে জানান, ‘মহরমের শোক অনুষ্ঠানের নিরাপত্তা জোরদারের জন্য সিসিটিভি স্থাপন করা হয়েছে। এখানে মরহমের শোক অনুষ্ঠান পালনে এলাকার সকল সম্প্রদায়ের লোকজন সার্বিক সহযোগিতা করে থাকেন। আশাকরি এ বছরও সুষ্টভাবে সকল অনুষ্ঠান সম্পন্ন করতে সকলে সহযোগিতা করবেন।

/এসএনএইচ/