শর্ট সার্কিট থেকে আগুন, একই পরিবারের ৫ জনের মৃত্যু

ঠাকুরগাঁওঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে একই পরিবারের পাঁচ সদস্য মারা গেছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) ভোর ৫টায় উপজেলার জনগাঁও গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন পুলিশ সদস্য খরেশ চন্দ্র (৪৫), তার স্ত্রী কেয়া রানী (৩৫), ছেলে নিলয় (১০) ও মেয়ে নাইস (১৫), কেয়া রাণীর বোন স্বর্ণা রানী (২০)। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।পীরগঞ্জে শর্ট সার্কিট থেকে আগুন

স্থানীয়রা জানান, ভোরে পুলিশ সদস্য খরেশ চন্দ্রের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির ৫টি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় কেউ ঘর থেকে বের হতে পারেননি। স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ঘটনাস্থলেই মারা যান কোয়া রানী ও তার বোন স্বর্ণা। গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করা হয় খরেশ চন্দ্র ও তার দুই সন্তানকে। তাদের প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনজনেরই মৃত্যু হয়।  পীরগঞ্জে শর্ট সার্কিট থেকে আগুন

ভোমরাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিটলার তাদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন- 

জেএমবি জঙ্গিদের জিজ্ঞাসাবাদে ভারত যাচ্ছে পুলিশ
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ‘টর্চার সেল’ বানিয়ে নির্যাতনের অভিযোগ

/এফএস/