রাঙামাটিতে গ্রেফতার রাজউক প্রকৌশলীর জামিন নামঞ্জুর

কারাগার

দুর্নীতি দমন কমিশনের মামলায় আটক রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুকোমল চাকমার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার রাতে গ্রেফতারের পর তাকে বুধবার দুপুরে রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠিয়ে দেয়।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর অথোরাজইড অফিসার থাকাকালে ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতি করে একটি বহুতল ভবন নির্মাণে অনৈতিক সহযোগিতা করায় তিনিসহ দুজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা করে দুদক। ওই মামলার অপর আসামিকেও মঙ্গলবার রাজধানী থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দুদক।

আগামী ৬ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে আদালত।

/টিএন/