সাবেক স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসির আদেশ

আদালত

চট্টগ্রামে সাবেক স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম হাবিবুর রহমান (৪২)। চট্টগ্রামের দায়রা জজ মো. শাহেনূর বৃহস্পতিবার এ আদেশ ঘোষণা করেন।

২০১৪ সালে নগরীর রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) প্রকাশ্যে রিনা খানম নামের ওই নারীকে কুপিয়ে হত্যা করে হাবিবুর।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় হাবিবুরের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ আদেশ দেন। এ মামলায় ১৬ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৪ সালের ৩ আগস্ট চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এর খুলশী দিঘিরপাড় এলাকায় হাবিবুর তার সাবেক স্ত্রী রিনা খানমকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। পরে তার বিরুদ্ধে থানায় হত্যামামলা দায়ের করা হয়। একই বছরের ৩১ ডিসেম্বর হাবিবুরকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। এর ভিত্তিতে ২০১৫ সালের ৫ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

/টিএন/  

আরও পড়ুন: সাধারণের জন্য আইন, আ. লীগের জন্য বিশেষ ব্যবস্থা!