ডায়রিয়া হওয়ায় রাজশাহী সেফ হোমের ১৩ জনকে হাসপাতালে ভর্তি

রাজশাহীডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় রাজশাহীর বায়ায় সরকারি সেফ হোমের ১৩ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত বুধবার একই কারণে সেফ হোমের মিনতি রানী (২৫) নামে এক ভিকটিমের মৃত্যু হয়।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয় বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সোহেল আকতার। তিনি বলেন, ‘সবাই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘অসুস্থদের মধ্যে শুধু আবদুল্লাহকে (১০) হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আর বাকি ১২ জনকে হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’

বাকিরা হলেন- তারা (১৬), সুমি (২৩), পান্না (১৭), সখিনা (২৩), সাদিকা (১৪), লতা (২০), বেবি (২০), ময়না (১৬), মৌ (১৭), তানজিলা (১৭), রত্না (২৩) ও কাজল রেখা (২০)।

বায়া সেফ হোমের অফিস সহকারী আবদুল আলীম জানান, ‘গত বুধবার অসুস্থ বোধ করলে মিনতি রানীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে শুক্রবার রাতে আরও ১৩ হেফাজতি অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে কথা বলতে শুক্রবার রাতে বায়া সেফ হোমের পরিচালক আবু তাহেরের মুঠোফোনে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেন নি।

/এসএনএইচ/