শেখ রাসেল স্মৃতি সংসদের সাইনবোর্ড বসিয়ে খাস জমি দখল

শেরপুরে শেখ রাসেল স্মৃতি সংসদের সাইনবোর্ড বসিয়ে খাস জমি দখলবগুড়ার শেরপুরের ফুলবাড়ি কসাইপাড়া এলাকায় প্রভাবশালীদের বিরুদ্ধে শেখ রাসেল স্মৃতি সংসদের সাইনবোর্ড বসিয়ে চার শতক খাস জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এমনকি ওই জমি দখল করতে সেখানে বসবাসকারী এক ভূমিহীন বিধবাকে উচ্ছেদের হুমকিও দেওয়া হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ির কসাইপাড়া এলাকার জনৈক প্রভাবশালী জুয়েল, গোলাম, মোসলেম ও বাদশাসহ কয়েকজন ২৮৮ নম্বর দাগের ৪ শতক খাস জমিতে খুঁটি বসিয়ে শেখ রাসেল স্মৃতি সংসদের সাইনবোর্ড লাগিয়ে দেন। এরপর সেখানে মাটি ভরাট করতে থাকেন।

মাটি ভরাট কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, তারা মাটি কেটে নিচু জায়গা ভরাট করছেন। এখানে শেখ রাসেল স্মৃতি সংসদের ক্লাব ঘর নির্মাণ করা হবে।

এ বিষয়ে দখলদার জুয়েল ও অন্যরা কোনও মন্তব্য করতে রাজি হননি।

ওই খাস জমিতে বসবাসকারী বিধবা রোকেয়া বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার কোনও জমি নেই। অনেকদিন ধরে আমি ওই খাস জমিতে পরিবার নিয়ে বসবাস করে আসছি।  জায়গা দখল করতে আমাকে বারবার হুমকিও দেওয়া হচ্ছে।’

শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফিরুজুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘ফুলবাড়ি কসাইপাড়া গ্রামে কোনও খাস জমি দখলের অভিযোগ পাওয়া যায়নি। কেউ অভিযোগ করলে তা খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ মুহূর্তে এলাকাবাসীরা ওই খাস জমিটি দখলমুক্ত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

/এসএনএইচ/