মানুষ পোড়ানোর কারিগরদের কাছে গণতন্ত্রের ওয়াজ শুনতে চাই না

হাসানুল হক ইনুমানুষ পোড়ানোরর কারিগরদের কাছে গণতন্ত্র শক্তিশালী করার কোনও ওয়াজ আমরা শুনতে চাই না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিক শক্তির কাছ থেকে গণতন্ত্র নিয়ে আলোচনা করতে রাজি আছি। মানুষ পোড়ানোর কারিগর এবং জঙ্গি উৎপাদনের কারিগরদের সঙ্গে আলোচনা এবং সংলাপ করতে চাই না।’

বুধবার সন্ধ্যায় শেরপুর জেলা শহরের নিউ মার্কেটে একটি আবাসিক হোটেল উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনি প্রস্তাবটি কোনও সুনির্দিষ্ট প্রস্তাব নয়। আইন তৈরি করার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব প্রয়োজন। এই প্রস্তাবের মধ্যদিয়ে খালেদা জিয়া মূলত বাংলাদেশকে সময় মতো নির্বাচন না করার ফাঁদে ফেলে দিতে চাচ্ছেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- শেরপুর-৩ আসনের আওয়ামী লীগের দলীয় সাংসদ ইঞ্জিনিয়ার ফজলুল হক চাঁন, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা জাসদের সভাপতি মুনিরুল ইসলাম লিটন প্রমুখ।

/এসএনএইচ/