সুন্দরবন রক্ষায় বরিশালে ওয়ার্কার্স পার্টির সমাবেশ ও মিছিল

Barisal Photoরামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধসহ সুন্দরবন ধ্বংসকারী সব প্রকল্প বাতিল করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সরকারের শরীকদল ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটি।
নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে শনিবার  বিকেলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান।
জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন  বজলুর রহমান মাস্টার, মিন্টু দে, বিশ্বজিৎ বাড়ৈসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে টাউন হলের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, সুন্দরবন হচ্ছে আমাদের সম্পদ। সেই সুন্দরবন ধ্বংস ও পরিবেশের ক্ষতি করে, তা মানুষ ও প্রাণীর বসবাসের অযোগ্য হোক, এটা আমরা চাই না।
তারা অবিলম্বে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধসহ সুন্দরবন ধ্বংসকারী সব প্রকল্প বাতিল করে বিকল্প স্থানে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দাবি জানান।

এপিএইচ/