চবিতে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষে আহত ১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চট্টগ্রাম বিশ্বদ্যিালয়ের ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন- বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সৌরভ সিনহা, ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম মিথিল, রাজনীতি বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শেখ আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মামুন ও লোকপ্রশাসন বিভাগের ১ম বর্ষেরশিক্ষার্থী ইমরান হোসেন। বাকিদের নাম জানা যায় নি।

চবি চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. শুভ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহত কয়েকজনের মধ্যে সৌরভ, তৌহিদ ও শেখ আহমেদসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়গামী শাটলে ট্রেনে চবি ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু অনুসারী সিনিয়র এক কর্মীকে চর থাপ্পর মারে সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন অনুসারী এক কর্মী। এই ঘটনায় জের ধরে ক্যাম্পাসে উভয় গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হন।

চবি প্রক্টর আলী আজগর চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সামান্য বিষয়কে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। তবে পরিস্থিতী এখন স্বাভাবিক রয়েছে।’

/এসএনএইচ/