পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের শিশুরা প্রথমবারের মতো পাচ্ছে ভিটামিন এ ক্যাপসুল

পঞ্চগড়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভাপঞ্চগড় জেলার বিলুপ্ত ছিটমহলের শিশুদের প্রথমবারের মতো খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। ওইসব শিশুসহ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলায় প্রায় ১ লাখ ৪৩ হাজার শিশু এবার পাবে এই ক্যাপসুল। জেলার ৫টি উপজেলার ১১৩০টি কেন্দ্রে ৩ হাজার ৬শ ৭৯ জন স্বাস্থ্যকর্মী শনিবার জাতীয় ক্যাম্পেইনটির দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভায় পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. পীতাম্বর রায় এ তথ্য দেন।

অবহিতকরণ সভায় সিভিল সার্জন বলেন, ‘বিলুপ্ত ছিটমহলের বাংলাদেশি অংশে এবারই প্রথম কেন্দ্র স্থাপন করে শিশুদের ভিটামিন ওষুধ খাওয়ানো হবে।’

এ সময় জানানো হয়, ৬-১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ শিশু মৃত্যুহার রোধে বছরে দু’বার এই ক্যাম্পেইন আয়োজন করা হয়ে থাকে।

অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে ইউনিসেফের পুষ্টি কর্মকর্তা মো. শাহজাহান মাতব্বর, ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল আলম সফিক, সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, এস এ মাহমুদ সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।

 

/টিআর/