ভোটারদের আতঙ্কিত করতেই সেনা মোতায়েনের দাবি: হানিফ

মাহবুব উল আলম হানিফভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই বিএনপি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। রবিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীরা বলছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন উৎসবমুখর পরিবেশে হচ্ছে। সেখানে বিএনপির সেনা মোতায়েনের দাবি ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা ছাড়া কিছুই নয়।’

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খাঁন প্রমুখ। পরে মাহবুব উল আলম হানিফ কুষ্টিয়া প্রেসক্লাব আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

আরও পড়ুন- 


নাসিক নির্বাচনে বিরোধ নিষ্পত্তিতে অভিনব কৌশল আ.লীগের

/এফএস/