বরিশালে জামায়াতের আমিরসহ ৬১ নেতাকর্মী খালাস

বরিশালবরিশালে পুলিশের দায়ের করা মামলায় জামায়াতে ইসলামী বাংলাদেশের মহানগরের আমিরসহ ৬১ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। সোমবার বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর বিচারিক হাকিম অমিত কুমার দে সন্ধ্যায় এ রায় দেন। মামলায় ৬ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন আদালত। এ সময় ৩৫ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

খালাস পাওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- জামায়াতের মহানগর আমির অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্র শিবিরের মহানগরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ান, মীর আদনান আহম্মেদ তুহিন, কামরুল হাসান রুবেল, কাওসার সিদ্দিকী নিশাত, রোকন জিয়াউর রহমান, হেমায়েত উদ্দিন সরদার প্রমুখ।

আইনজীবী আবুল কালাম আজাদ ইমন জানান, ‘২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি নগরীর ফজলুল হক এভিনিউ এলাকায় ইসলাম ও নবীজী সম্পর্কে অশ্লীল এবং কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় নাস্তিক মুরতাদদের শাস্তির দাবিতে ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতার ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ শেষে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে গণজাগরণ মঞ্চের ওপর হামলার চেষ্টা করা হয়। পুলিশ বাধাঁ দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় কোতয়ালী মডেল থানার এসআই আব্দুর রহমান মুকুল বাদী হয়ে জামায়াতের ২০ জন নামধারী নেতাসহ অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। ২০১৪ সালের ৩১ জানুয়ারি একই থানার এসআই চিম্ময় মিত্র ৬১ জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। আজ বিচারক তাদের খালস দিয়ে রায় ঘোষণা করেন।’

/এসএনএইচ/
আরও পড়ুন: 
‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২৫ বছর আগেই বাংলাদেশ উন্নত দেশ হতো’
নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব জামায়াতের