রামপাল ইস্যুতে জাবিতে গণশুনানি বুধবার

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্ররামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। বুধবার দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। গণশুনানিতে রামপালের পক্ষ ও বিপক্ষ উভয় পক্ষ তাদের যুক্তি-তর্ক ও মতামত তুলে ধরবেন।

গণশুনানিতে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যা বিভাগের কয়েকজন শিক্ষক, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক  জি এম জিলানী শুভ ছাড়াও অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি দ্বিপাঞ্জণ সিদ্ধান্ত কাজল বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র ইস্যুতে সব পক্ষকে গণশুনানিতে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে তারা তাদের যুক্তি-তর্ক উপস্থাপন করবেন। আমরা বরাবরই যুক্তির নিরিখে সিদ্ধান্ত পৌঁছানোর আহ্বান জানিয়ে আসছি।’

/এসএনএইচ/
আরও পড়ুন: 

‘সোহরাওয়ার্দীতে সমাবেশের জন্য আর পুলিশের অনুমতির অপেক্ষা করা হবে না’
পড়ে আছে অলস টাকা, ঋণ নেওয়ার লোক নেই
নাসিরনগরে হামলা: ৪টি গাড়ি চেয়ে ফোন করেছিলেন চেয়ারম্যান আঁখি!