আদালত চত্বরে এক আসামির ঔদ্ধত্য

সাংবাদিকদের লক্ষ্য করে জুতা ছোড়ার চেষ্টা করে এই আসামিনারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় ২৬ আসামিকে ফাঁসি ও ১০ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর আসামিদের আদালত থেকে বের করে নিয়ে যায় পুলিশ। এ সময় আদালত চত্বরে এক আসামি জুতা ছোড়ার চেষ্টা করে ঔদ্ধত্য প্রকাশ করে। তবে তার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ মামলার আটক ২৩ আসামির সবাইকে গাজীপুরের কাশীমপুর কারাগার থেকে আদালত কক্ষে হাজির করা হয়। সকাল ১০টার ৪ মিনিটে রায় পড়া শুরু করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। মাত্র ৫ মিনিটের মধ্যে চূড়ান্ত রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পরপরই আসামিদের নিয়ে পুলিশ বের হয়ে যায়। বের হওয়ার সময় এক আসামি সাংবাদিকদের লক্ষ্য করে জুতা ছোড়ার চেষ্টা করলে পুলিশ তাকে থামিয়ে দেয়।

এদিকে, রায় ঘোষণার সঙ্গে সঙ্গে এজলাসে কান্নায় ভেঙে পড়েন তারেক সাঈদ। আর মামলার প্রধান আসামি নূর হোসেন ও তার সহযোগীদের এ সময় বেশ গম্ভীর দেখা যায়।

ছবি: সাজ্জাদ হোসেন

/ইউআই/এসএনএইচ/