বগুড়ায় ধানবোঝাই ট্রাক ছিনতাই, চালক ও হেলপার গ্রেফতার

বগুড়াবগুড়ার নন্দীগ্রামের ঢাকাইর এলাকায় শুক্রবার রাতে ৩১৩ বস্তা ধানবোঝাই একটি ট্রাক ছিনতাই হয়েছে। ডাকাতরা ট্রাক থামিয়ে চালক ও হেলপারের হাত-পা বেঁধে মহাসড়কে ফেলে দিয়ে পালিয়ে যায়। ধানের মালিক ডাকাতিতে সহযোগিতার অভিযোগ এনে চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। শনিবার পুলিশ চালক ও হেলপারকে গ্রেফতার করে।
ধানের মালিক নন্দীগ্রাম উপজেলার চাকলমা গ্রামের জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নিজ গ্রাম থেকে ৩১৩ বস্তা ধান একটি ট্রাকে (রাজ মেট্রো-ট-১১-৫০২৭) করে চাঁপাইনবাবগঞ্জে মহাজনের কাছে পাঠান। ট্রাকটি ঢাকাইর এলাকায় পৌঁছালে একদল ডাকাত বেরিকেড দিয়ে থামায়। এরপর চালক কদমা গ্রামের হাবিবুর রহমান হাবিব ও হেলপার নওগাঁর পোরশা উপজেলার শীষাবাজার এলাকার আক্কাস আলীকে হাত-পা ও মুখ বেঁধে বগুড়া-নাটোর মহাসড়কের পাশে ফেলে দিয়ে, ট্রাক পালিয়ে যায়। পরে এলাকাবাসী চালক ও হেলপারকে উদ্ধার করে। চালক ও হেলপার সন্দেহজনক আচরণ করায় জাহাঙ্গীর আলম তাদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেন।
নন্দীগ্রাম থানার ওসি আবদুর রাজ্জাক জানান, ‘চালক ও হেলপারের সহযোগিতায় এ ডাকাতির ঘটনা ঘটেছে। ধানের মালিক মামলা দায়েরের পর তাদের দু’জনকে গ্রেফতার করা হয়েছে।’
/এপিএইচ/