না.গঞ্জ নির্বাচন ২০১৯ সালের নির্বাচনের গ্রিন সিগন্যাল: নাসিম

বগুড়ায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিপুল ভোটে নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হয়েছেন। এই নির্বাচন আগামী ২০১৯ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে গ্রিন সিগন্যাল। ওই নির্বাচনেও জনগণ নৌকার পক্ষেই রায় দেবেন।
রবিবার (২২ জানুয়ারি) বিকালে বগুড়ার শহরতলি মাটিডালীতে ১৪ দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।
বক্তব্যে প্রধান অতিথি নাসিম বলেন, ‘দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়। এ কারণে তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে রুখে দাঁড়িয়েছে। বিএনপি-জামায়াতের দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তারা নির্বাচনের ট্রেন ধরতে ব্যর্থ হয়েছে। ইনশাআল্লাহ, ২০১৯ সালেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনেও বিপুল ভোটে আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিজয়ী হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কথা ভাবেন বলেই অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীদের নির্দেশ নিয়েছেন বলে জানান নাসিম। সেই নির্দেশ মেনে মাটিডালীতে শীতবস্ত্র বিতরণের আয়োজন করার জন্য স্থানীয় ১৪ দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।
বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, ১৪ দলের কেন্দ্রীয় নেতা ডা. শাহাদৎ হোসেন, রেজাউর রশিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

নতুন নির্বাচন কমিশন আমাদের মতোই হবে: সিইসি

‘বিএনপি বঙ্গবন্ধু হত্যাকারীদের দই-কলা খাইয়ে বিদেশে পাঠিয়েছিল’



/টিআর/