মন্ত্রিসভায় অনুমোদনের পরও পাস হয়নি আরএমপি আইন

 

রংপুরগত বছরের ৭ ডিসেম্বর রংপুরকে মেট্রোপলিটন সিটি ঘোষণা এবং রংপুর মেট্রপলিটন পুলিশ (আরএমপি) আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় আইনটি চূড়ান্ত করে এখনও জাতীয় সংসদে তোলা হয়নি। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত রংপুর মেট্রোপলিটান পুলিশের কার্যক্রম শুরুর প্রক্রিয়া থমকে গেছে। এতে রংপুরের সর্বস্তরের মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তারা শিগগিরই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান।

এ বিষয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের রংপুর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট এমএ বাশার বলেন, ‘আয়তনের দিক থেকে ঢাকার পরেই রংপুর সিটি করপোরেশনের অবস্থান। বর্তমান জনবল দিয়ে এখানে সঠিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হয় না। তাই শগিগিরই আরএমপির কার্যক্রম শুরু করার দাবি জানাচ্ছি।’

রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল জানান, ‘প্রধানমন্ত্রীর অনুমোদনের পরও কেন আইনটি পাস হচ্ছে না তা  বোধগম্য নয়। তাই দ্রুত আইনটি পাসের দাবি জানাচ্ছি।’

এদিকে গত ১২ জানুয়ারি রংপুরে অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শহিদুল হক চলতি সংসদ অধিবেশনেই আইনটি পাস করা হবে বলে জানান।

এ বিষয়ে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘আমলাতন্ত্রিক জটিলতায় আইনটি পাসে গড়িমসি করা হচ্ছে।’

রংপুর রেজ্ঞের পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুখ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর আগে এ সংক্রান্ত আইনে সংসদের অনুমোদন প্রয়োজন। আরএমপি সংক্রান্ত আইনের খসড়ায় কিছু সমস্যা ছিল। সমস্যাগুলো সমাধান করা হয়েছে। শিগগিরই আইনটি সংসদে উত্থাপন করা হবে।’

উল্লেখ্য, ২০১০ সালের ২৫ জানুয়ারি রংপুরকে বিভাগ ঘোষণার পর রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ছয় বছর পরও তা বাস্তবায়ন হয়নি। ফলে ২০৩ কিলোমিটারের এলাকায় মাত্র একটি থানা ও তিনটি ফাঁড়ি দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ।

জানা গেছে, রংপুরকে বিভাগ ও সিটি করপোরেশন করার পর রংপুর মহানগর ও এর আশপাশের এলাকায় ৬টি থানা নিয়ে মেট্রোপলিটন পুলিশ গঠনে প্রস্তাবনা তৈরি করে রংপুর পুলিশ। প্রস্তাবিত ৬টি থানা হলো- কোতোয়ালি, হাজীরহাট, পরশুরাম, তাজহাট, মাহীগঞ্জ ও সাহেবগঞ্জ। আরএমপির লোকবল ধরা হয় ৭ লাখ ৫৮ হাজার।

/এসএনএইচ/