নারায়ণগঞ্জে সোয়েটার কারখানায় ৯২৮ শ্রমিক ছাঁটাই

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জে একটি রফতানিমুখী সোয়েটার কারখানায় ৯২৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। ওই কারখানায় বেশি উৎপাদন ক্ষমতাসম্পন্ন নতুন মেশিন বসানোর ফলে অতিরিক্ত শ্রমিকদের ছাঁটাই করা হয়। মঙ্গলবার সকালে কারখানার মূল ফটকে ছাঁটাইয়ের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ছাঁটাইকৃত শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করে।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিসিক শিল্প নগরীতে অবস্থিত ‘ক্রোনি সোয়েটার্স’ নামের ওই কারখানার মালিক আসলাম সানি, যিনি গার্মেন্ট মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রথম সহ-সভাপতি।
ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু জানান,‘মঙ্গলবার সকালে কারখানাটির ৯২৮ জন শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করে ফতুল্লার আলীগঞ্জের লেবার হলে সমবেত হয়।’
বিকেএমইএ’র সহসভাপতি (অর্থ) জিএম ফারুক জানান,‘কারখানাটিতে আগে হ্যান্ড নিটিংয়ের মাধ্যমে কাজ করা হতো। কিন্তু বর্তমানে হ্যান্ড নিটিংয়ের মাধ্যমে অর্ডার পাওয়া যাচ্ছে না। এ কারণে মালিকপক্ষ জ্যাকার্ড মেশিন দিয়ে উৎপাদনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওই মেশিন ব্যবহারে জনবল অনেক কম লাগে। এ কারণে মালিকপক্ষ শ্রম আইনের ২০ ধারা অনুযায়ী ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে।’

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইলতুতলিশ জানান, ‘নতুন মেশিন ব্যবহারে জনবল কম লাগবে বিধায় মালিকপক্ষ শ্রম আইন অনুযায়ী ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

এপিএইচ/

আরও পড়ুন: বন্ধের দিন ছাড়া রাজধানীতে কোনও সমাবেশ করবে না ছাত্রলীগ