সুপ্রিম কোর্ট থেকে ‘মূর্তি’ না সরালে গণআন্দোলন: না.গঞ্জে চরমোনাই নায়েবে আমীর

বাংলাদেশ সুপ্রিম কোর্ট চত্বরে স্থাপিত গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য

সুপ্রিম কোর্টের সামন থেকে গ্রিক মূর্তি অপসারণ করা না হলে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকার পতনের ডাক দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সরকার হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবির ভাস্কর্য স্থাপন করেছেন।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। কথা ছিল, মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে। কিন্তু স্বাধীনতার ৪৬ বছরেও মানুষ তাদের স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারেনি। তাই সরকারকে বলবো, বাংলাদেশকে একটি সফল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে হলে অবশ্যই ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি জি এম রুহুল আমীন প্রমুখ।

/টিএন/